১৪ বছর ধরে সাংসদ না হয়েও সাংসদদের নেতা!

সিলেট সুরমা ডেস্ক কে এই শিশির শীল, যিনি সাংসদ না হয়েও সাংসদদের সংগঠন এপিপিজি’র সাধারণ সম্পাদক? এই পদে ১৪ বছরই বা বহাল থাকেন কী করে? এমন প্রশ্নের পাশাপাশি সাংসদদের মধ্যে নেতৃত্ব সঙ্কটেরও প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে, সংসদ সদস্যদের মধ্যে যোগ্য লোক কি কেউ নেই যে তাদের সংগঠনে নেতৃত্ব দেওয়ার জন্য বাইরের কাউকে ‘হায়ার’ করতে হবে? তথ্য মতে, ২০০৩ সালে সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যদের নিয়ে অল পার্টি পার্লামেন্টারিয়ান গ্রুপ (এপিপিজি) গঠিত হয়। সংসদের স্পিকার প্রধান উপদেষ্টা এবং ডেপুটি স্পিকার কো-চেয়ারম্যান মনোনীত হন। আর শুরু থেকেই গুরুত্বপূর্ণ এই সংগঠনটির সাধারণ … Continue reading ১৪ বছর ধরে সাংসদ না হয়েও সাংসদদের নেতা!